করোনায় আক্রান্ত হলেন শচীন টেন্ডুলকার

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২১, ২১:১৯

শচীন টেন্ডুলকার। ফাইল ছবি

মহামারী করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শনিবার সকালে টুইট করে ৪৮ বছর বয়সী কিংবদন্তি ব্যাটসম্যান নিজেই এই দুঃসংবাদ সবাইকে জানিয়েছেন।

টুইটারে শচীন লিখেছেন, কোভিডকে দূরে সরিয়ে রাখার জন্য বারবার পরীক্ষা করিয়েছি, সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলেছি। যা-ই হোক, আজ মৃদু কিছু উপসর্গের পর আমার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। কিছু উপসর্গ আছে। বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। দেশের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ সবাই নিরাপদে থাকুন।

৪৭ বছরের মাস্টার ব্লাস্টার ২৪ এপ্রিল ৪৮ বছরে পা রাখতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচীনের।

১০০টি শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: