৮ বছর পর তাসকিনের ৫ উইকেট

সময় ট্রিবিউন | ২৪ মার্চ ২০২২, ০৭:৪৪

তাসকিন আহমেদ

২০১৪ সালে তাসকিন আহমেদের ক্যারিয়ারের শুরুটা হয় স্বপ্নের মতো। ভারতের বিপক্ষে আট বছর আগে নিজের অভিষেক রাঙান ৫ উইকেট দিয়ে। এখন পর্যন্ত সেটিই তাসকিনের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং হিসেবে জ্বলজ্বল করছে।

৮ বছর আগের মিরপুরের সেই স্মৃতি তাসকিন ফিরিয়ে আনলেন সেঞ্চুরিয়নে। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে কাগিসো রাবাডাকে ফিরিয়ে তাসকিন তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট।

তাসকিনের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ইয়ানেমান মালান, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাডাকে। আর এতে করে ৮ বছর পর পাঁচ উইকেটের দেখা পান ডানহাতি এই পেইসার।

সিরিজের শেষ ম্যাচে তাসকিনের বোলিং তোপের সামনে শুরু থেকে ধুঁকতে থাকেন প্রোটিয়া ব্যাটাররা। দিনের শুরুটা তাসকিন করেন কাইল ভেরেইনিকে ফেরানোর মধ্য দিয়ে।

এরপর একে একে তাসকিনের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় ইয়ানেমান মালান, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাডাকে। আর এতে করে ৮ বছর পর পাঁচ উইকেটের দেখা পান ডানহাতি এই পেইসার।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: