সিগারেট মূলত একটা লস প্রজেক্ট 

ইমন মিয়া | ২৭ জানুয়ারী ২০২৪, ১৬:০২

সিগারেট মূলত একটা লস প্রজেক্ট 
১৭ টাকা দামের একটা বেনসন সিগারেটের টাকা দিয়ে দুইজন ভিক্ষুকের মুখে হাসি ফোঁটাতে পারবেন। দশ টাকা ভাড়া বিশ টাকা দিলে রিক্সাওয়ালা মামার হাসি কিনে নিতে পারবেন আপনি। দশ টাকার দামের দুইটা রুটি মুখে তুলে দিয়ে দুই টা ক্ষধার্ত কুকুরের ক্ষুধা মিটিয়ে দিতে পারবেন। অথছ দুই মিনিট টানলে সিগারেটটা পুড়ে শেষ হয়ে যাবে। তাতে আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়তেছে, মলিন ঠোঁট পুড়ে কালো বিশ্রী হয়ে যাচ্ছে। মুখ থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। সিগারেট মূলত একটা লস প্রজেক্ট। ধূমপান অনেকের কাছেই ফ্যাশনের বিষয়। তবে বিষয়টি কিন্তু একেবারেই তেমন নয়। আসলে আপনার এই নেশা আপনাকেই ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। তাই প্রতিটি মানুষকে ধূমপান নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। আসলে ধূমপায়ীরা সিগারেটের প্যাকেটে লেখা সতর্কবার্তা ঠিক মতো দেখেন না। তাই সমস্যা হওয়ার আশঙ্কা থাকলেও মুখ থেকে বেরচ্ছে ধোঁয়া। হয়তো বলতে পারেন আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে মস্তিষ্ক দিয়েছে একটু ভেবে দেখবেন আপনারা। একজন অসহায়কে সাহায্য করলে হয়তো আপনার দুনিয়া বদলে যাবে না, তবে ঐ একজন অসহায়ের দুনিয়া বদলে যেতে পারে। আমরা যদি বেশি অপচয় না করে, অসহায় গরীর মানুষের পাশ্বে দাঁড়াই তাহলে হয়তো বদলে যাইতে পারে তাদের জীবন ও আমাদের সমাজ। যেসব মানুষ চরমভাবে বঞ্চিত, বিপথগামী ও জনমদুঃখী হিসেবে পরিচিত, তাদের পাশে দাঁড়ান। নয়তো কঠিন শোষণ, চরম বঞ্চনা ও গঞ্জনায় কেবলই ধুঁকে ধুঁকে অকাল মৃত্যুর জন্য প্রহর গোনা ছাড়া এসব দুঃখী, বঞ্চিত, নিঃস্ব ও অবহেলিত জনগোষ্ঠীর কোনো পথ নেই। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি দানের হাত বাড়িয়ে দেওয়া। 

আপনার মূল্যবান মতামত দিন: