বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকুলিনকে তলব

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৬:২৫

নোরা ফাতেহি এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহিকে অর্থপাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নোরা ফাতেহিকে আজ এবং জ্যাকুলিনকে কাল শুক্রবার ইডির দিল্লি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এর আগে, এই মামলায় আগস্ট ও সেপ্টেম্বরে একাধিক বার জ্যাকুলিনের বক্তব্য রেকর্ড করেছিল ইডি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় নোরা ফাতেহির বক্তব্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হবে।

ইডি তদন্ত করছে যে প্রতারক সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকুলিন এবং নোরা ফাতেহির মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা।

দিল্লির রোহিনী কারাগারে এক বছরেরও বেশি সময় ধরে বন্দী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ কোটি টাকা আদায়ের অভিযোগ আছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও অন্তত ২০টি মামলা দায়ের করা হয়েছে। এমনকি তিনি জেল সেলের ভিতরে থেকে একটি চক্র পরিচালনা করেছেন বলেও অভিযোগ আছে।

সুকেশ চন্দ্রশেখরের স্ত্রী লীনাসহ আরও চার সহযোগী এবং কয়েকজন কারা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: