উপমহাদেশের কিংবদন্তি সুরকার, গায়ক ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী অসুস্থ হয়ে প্রায় ৫ মাস ধরে কথা বলতে পারছেন। ভক্তদের আশঙ্কা- হয়তো আর কোনদিন গান গাইতে পারবেন না তিনি।
বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছেন, বাপ্পি লাহিড়ী গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হওয়া পরই আমেরিকা থেকে মুম্বাইয়ে চলে আসেন। এখনো তিনি মুম্বাইতে আছেন। তার শরীর খুবই দুর্বল, ধীরে ধীরে শরীর ঠিক হচ্ছে তার। তবে ফুসফুসে সংক্রমণের কারণে একেবারে সুস্থ হতে দেরি হচ্ছে।
বাপ্পা বলেন, বাবা কথা বলছেন না কারণ এই কথা না বলাটা তার চিকিৎসারই অংশ। তাকে কণ্ঠের বিশ্রাম নিতে বলা হয়েছে। আসছে পূজায় ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত একটি সিনেমায় গানের রেকর্ডিও আছে বাবার।
আপনার মূল্যবান মতামত দিন: