রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত নায়িকা পরীমণির জামিন আবেদন করেছেন আইনজীবী। জামিনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান।
পরীমণির আইনজীবী মজিবুর রহমান বলেন, চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন করা হয়েছে। আদালত জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, ইতিমধ্যে পরীমণিকে দুই দফা মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেফতার করে র্যাব। এরপর দুই দফায় তাঁকে মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
সর্বশেষ তাঁকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে সিআইডি। সেদিন আদালত পরীমণির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন র্যাব। এরপর দুই দফায় তাঁকে মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
সর্বশেষ তাঁকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে সিআইডি। সেদিন আদালত পরীমণির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আপনার মূল্যবান মতামত দিন: