প্রকাশ পেল লাকীর কণ্ঠে 'গাছেদের কান্না'

সময় ট্রিবিউন | ২৯ জুলাই ২০২১, ২০:৩৮

ফাইল ছবি

‘ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার, তুই রাজাকার’, ‘স-তে সাকা চৌধুরী...তুই রাজাকার, তুই রাজাকার’– বজ্রকণ্ঠে এমন স্লোগান তুলে গোটা বিশ্বের নজরে আসেন লাকী আক্তার। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংগঠিত গণজাগরণ মঞ্চের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। টাইটেল পান ‘অগ্নিকন্যা’ বা ‘স্লোগানকন্যা’।

এবার শোনা গেল স্লোগানকন্যা-খ্যাত লাকী আক্তারের কণ্ঠে, ‘গাছেদের কান্না’।

মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ-দোকান নির্মাণের উদ্যোগের বিপরীতে দাঁড়িয়েই লাকীর এই প্রতিবাদী গান-ভিডিও। নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন ২৭ জুলাই।

আজকে আমি জারুল হলাম/ পারুল বোনের লাগি/ ঘর হারালো চিলের ছানা/ ডুকরে উঠে কাঁদি/ আজকে কেন কদম কাঁদে/ বকুল মরে পথে/ করাত কেন কোপ বসালো/ স্মৃতির জয়রথে— এমন কথার গানটি লিখেছেন পাভেল পার্থ। সুর লাকীর ও সংগীতায়োজন করেছেন মুয়ীয মাহফুজ।

‘গাছেদের কান্না’ প্রসঙ্গে লাকী বলেন, “কিছু মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, বন আর প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা চট্টগ্রামের সিআরবি, সুন্দরবন কিংবা লাউয়াছড়া- সবখানেই মানুষের দ্রোহ আছে। লড়াই আছে। এই গানটাতে গাছেদের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে বলে মনে করছি।”



আপনার মূল্যবান মতামত দিন: