চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ০১:২৮

ফাইল ছবি

পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং কবি ও সাহিত্যিক বুদ্ধদেব দাশগুপ্ত আর নেই।  বৃহস্পতিবার (১০ জুন) ভারতীয় সময় ভোর ৬টায় দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেবল পরিচালনা নয়, সাহিত্য জগতেও সমানভাবে প্রসিদ্ধ ছিলেন।  

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তার ডায়ালাইসিস চলছিল বহুদিন ধরে। এদিনও তার ডায়ালাইসিস হওয়ার কথা ছিল। কিন্তু ভোরবেলা তার স্ত্রী সোহিনী দাশগুপ্ত দেখেন, বুদ্ধদেবের শরীর ঠান্ডা হয়ে গেছে। ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দুই মেয়েই মুম্বাইয়ে থাকেন। লকডাউন চলার কারণে তারা কলকাতায় আসতে পারছেন না। ফলে যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধদেব দাশগুপ্তর শেষকৃত্য সম্পন্ন করা হবে।  

১৯৬৮ সালে ১০ মিনিটের একটি তথ্যচিত্র ‘দা কন্টিনেন্ট অব লাভ’ দিয়ে নিজের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন বুদ্ধদেব দাশগুপ্ত। তার পরিচালিত সবচেয়ে জনপ্রিয় ৫টি সিনেমা হলো— বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দ মেয়ের উপাখ্যান। এরমধ্যে ‘কালপুরুষ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। পরিচালক হিসেবে তিনি নিজেও দুই দুইবার জাতীয় পুরস্কার পেয়েছেন। দেশের বাইরে বিদেশেও একাধিক সম্মান পেয়েছেন বুদ্ধদেব দাশগুপ্ত।

ভেনিস চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসবেও প্রশংসা পেয়েছে তার সিনেমা। পরিচালকের পাশাপাশি একাধারে কবিও ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। কফিন কিংবা সুটকেস, হিমযোগ, রোবটের গান, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি বহু কবিতা লিখেছেন তিনি।     

বিশিষ্ট পরিচালক ও কবির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার প্রয়াণে চলচ্চিত্র থেকে সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।  



আপনার মূল্যবান মতামত দিন: