‘প্রিয়তমা’ দেখতে প্রেক্ষাগৃহে সপরিবারে পলক

বিনোদন ডেস্ক: | ৩ জুলাই ২০২৩, ০৫:২২

সংগৃহীত ছবি

ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’। আর এ সিনেমাটি দেখতে সপরিবারে সিনেপ্লেক্সে হাজির হয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২ জুলাই) বিকেলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে গেছেন তারা।

ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক লেখেন, আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখবো বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: