
বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার শুটিং সেটে গুরুত্বর আহত হয়েছেন।
জানা গেছে, স্কটল্যান্ডে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করছেন। সেখানে টাইগার শ্রফের সঙ্গে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। এসময় কোনো স্টান্ট ছাড়া শট দিতে গিয়ে আহত হন অক্ষয়। এখন ডান হাঁটুতে ব্রেস পরে আছেন। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের শুটিং শুরু করেন অক্ষয়।’
অ্যাকশন ঘরানার এ সিনেমাটি নির্মাণ করছেন আলী আব্বাস জাফর। স্কটল্যান্ডে যাওয়ার আগে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ হয়েছে মুম্বাইয়ে।
অক্ষয়-টাইগার ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন, সোনাক্ষী সিনহা, মানশি চিল্লার, পৃথ্বিরাজ প্রমুখ। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভগনানি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: