দুটো পুত্র সন্তানের পর সংগীত শিল্পী আতিফ আসলামের ঘরে এল নতুন রাজকুমারী। সামাজিক যোগাযোগমাধ্যম নিজের অ্যাকাউন্ট থেকে এই সুখবর প্রকাশ করলেন গায়ক নিজেই। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন হালিমা।
মেয়ের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে আতিফ আসলাম লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে। সারা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।
আহাদ আসিফ, আলহামদুলিল্লাহ দুই পুত্র সন্তানের পর জন্ম হল তাদের মেয়ের। ২০১৯ সালের ২১ ডিসেম্বর আতিফ পত্নী সারার ঘরে আগমন করে ছোট ছেলে আলহামদুলিলাহ। মেয়ের নাম দিয়েছেন হালিমা আতিফ আসলাম।
২০১৩ সালে লাহোরে বিয়ে করেন এই সংগীতশিল্পী। বর্তমানে তিন ছেলে-মেয়ে আর স্ত্রী সারা ভারওয়ানার সঙ্গে তার সুখের সংসার। বলিউডে সুরের জগতে নামজাদা গায়ক আতিফ। 'জহর', 'রেস', 'আজব প্রেম কি গজব কাহানি' থেকে 'বদলাপুর', 'রুস্তম' একাধিক ছবিতে তার গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।
আপনার মূল্যবান মতামত দিন: