-2023-03-06-16-26-56.jpg)
মারা গেছেন আমেরিকান জনপ্রিয় গিটারিস্ট গ্যারি রসিনটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন তিনি। এর আগে ২০২১ সালে তার অস্ত্রোপচারও করা হয়েছিল।
গ্যারি রসিনটন আমেরিকান রক ব্যান্ড ‘লিনার্ড স্কিনার্ড’র গিটারিস্ট ও গীতিকার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।
গ্যারির মৃত্যু নিয়ে লিনার্ড স্কাইনার্ড ব্যান্ড দল এক বিবৃতে লিখেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে গীতিকার এবং গিটারিস্ট গ্যারি রোসিংটনকে হারিয়েছি। গ্যারি এখন স্বর্গে। সুরের মাধ্যমেই তিনি এখন আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।’
প্রসঙ্গত, গ্যারি রসিনটন ১৯৫১ সালে ফ্লোরিডার জ্যাকসনভিলে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সাল থেকে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রসিনটন গিটারস্টি ও গীতিকার হওয়ার আগে বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে অন্যদিকে নিয়ে গেছে। রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে ২০০৬ সালে জায়গা করে নিয়েছিল ‘লিনার্ড স্কিনার্ড’ দলটি। ‘সুইট হোম অ্যালবামা’, ‘ফ্রি বার্ড’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছে ব্যান্ডটি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন কিশোর মিলে ব্যান্ডটি গঠিত হয়।
তথ্যসূত্র: এনডিটিভি, দ্যা গার্ডিয়ান
আপনার মূল্যবান মতামত দিন: