পরীর শ্লীলতাহানির মামলার সাক্ষ্যগ্রহণ ২৩ মে

বিনোদন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০২:৪২

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার তুমুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণিকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত।

সোমবার (৬ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু অভিনেত্রী আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ বছরের মঙ্গলবার (২৩ মে) পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ নভেম্বর সকালে পরী তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন। সে সময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন। দুই আসামির উপস্থিতিতে পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন: