পুনর্মিলনী অনুষ্ঠান মাতালেন অঞ্জন দত্ত

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১৫:১৩

ছবি: সংগৃহীত

বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। বিশেষ করে তরুণদের কাছে অতিপ্রিয় ওপার বাংলার বিখ্যাত এ শিল্পী মাতিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের ২য় পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশন করেন জনপ্রিয় এ শিল্পী।

পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়কের দায়িত্বে আছেন মো: মাহমুদুল হাসান (রুবেল) ও সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাহানোয়ার সাইদ শাহীন।

অনুষ্ঠানের সমন্বয়ক সাহানোয়ার সাইদ বলেন, ‘সকাল সাড়ে ৯টায় র‌্যালির মাধ্যমে পুনর্মিলনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে ১০টায় স্মৃতিচারণ ও মিউজিক্যাল শো আয়োজিত হয়। বিকেল ৫টায় মুক্তমঞ্চে বন্ধুদের আড্ডার আয়োজন করা হয়। এছাড়া রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চ মাতিয়েছেন বিখ্যাত শিল্পী অঞ্জন দত্ত।’

অঞ্জন দত্ত গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এপার বাংলার লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার। যাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং স্মরণ করি। আমি এসব মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।’



আপনার মূল্যবান মতামত দিন: