বিভ্রান্তিকর ভিডিও আপলোড

শেয়ার বাজারে নিষিদ্ধ হলেন অভিনেতা আরশাদ

বিনোদন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১২:৪১

অভিনেতা আরশাদ ওয়ারসি

ইউটিউবে শেয়ার সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও আপলোড করার কারণে সস্ত্রীক অভিনেতা আরশাদ ওয়ারসিসহ মোট ৩১টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

গত বছরের জুলাই মাসে সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কে ‘দ্য অ্যাডভাইজার’ ও ‘মানিওয়াইজ’ নামে দুটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়।

সেই ভিডিওতে বলা হয়, সাধনা ব্রডকাস্ট লিমিটেড আদানি গ্রুপের দখলে চলে যাচ্ছে। এতে করে কোম্পানির মার্জিন বাড়বে। ভিডিও দেখে বহু বিনিয়োগকারী প্রভাবিত হয়। ফলে সাধনা ব্রডকাস্টের কর্মী, ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা বিপুল লাভ পান।

সেবি’র দাবি, অভিনেতা আরশাদ ওয়ারসি ২৯.৩৪ লাখ টাকা ও তার স্ত্রী মারিয়া গোরেট্টি ৩৭.৫৬ লাখ টাকা মুনাফা পান। এরপরই আরশাদ ও তার স্ত্রী মারিয়া, সংস্থার প্রতিষ্ঠাতা মালিক শ্রেয়া গুপ্তা, গৌরব গুপ্তা, সৌরভ গুপ্তা, পূজা আগরওয়াল, বরুণ মিডিয়াসহ ৩১টি সংস্থাকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করে। তবে সেবি’র অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এ অভিনেতা।


আপনার মূল্যবান মতামত দিন: