বিয়ের গুঞ্জনে মুখ খুললেন সিদ্দিক

বিনোদন ডেস্ক: | ৩ মার্চ ২০২৩, ০৮:২১

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমান সিদ্দিক। কাজ ছাড়াও বিভিন্ন ইস্যু ও ব্যক্তিগত বিষয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন এ অভিনেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম মুখরিত এ অভিনেতার বিয়ের গুঞ্জনে। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাঝে মাঝে আমার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকে মনে করেন আমি বিয়ে করেছি বা আমি নতুন লাইফ শুরু করেছি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার নতুন জীবন মানে আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। আমি যতদিন বেঁচে থাকব ততদিন আরশ হোসাইনকে নিয়ে থাকতে চাই।’

তিনি আরও লেখেন, ‘আমাদের দেশে সিঙ্গেল মাদার শব্দটা ব্যবহার হয় কিন্তু সিঙ্গেল ফাদার শব্দটা ব্যবহার হয় না। আমি আসলে এই শব্দ টা ব্যবহার করতে চাচ্ছি আরশের জন্য।আপনাদের মতামত কি? সবাই আমার এবং আমার সন্তান আরশ হোসাইন এর জন্য দোয়া করবেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন। আমীন।’



আপনার মূল্যবান মতামত দিন: