জীবনেও রবীন্দ্র-নজরুল গাইব না: মুচলেকা হিরো আলমের

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২২, ১০:১১

সংগৃহীত

জীবনে আর বিকৃত করে নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত গাইবেন না হিরো আলম। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে মুচলেকা দিয়ে এমনটিই জানিয়েছেন তিনি।

জানা যায়, বুধবার (২৭ জুলাই) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ জমা হয়েছিল। সেগুলোর বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেকা দিয়েছেন, জীবনে আর নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত বিকৃত করে গাইবেন না। এ ধরনের ভিডিও বানাবেন না।

’ হারুন অর রশীদ বলেন, ‘আমাদের বাঙালি সংস্কৃতির অংশ নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত। আমরা নজরুল-রবীন্দ্রনাথের গান শুনি। এসব গানের তিনি সবকিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেছেন জানতে চাইলে তিনি জানিয়েছেন, তিনি জীবনেও আর এমন করবেন না, মুচলেকা দিয়েছেন।

’ ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান বলেন, ‘পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বিভিন্ন সংগীতে কনস্টেবলের পোশাক পরে পুলিশের ডিআইজি, এসপির অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্বঅনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু তিনি নেন না। এমনকি তিনি শিল্পী সমিতির সদস্যও না।

’ এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পোশাকের বিষয়েও তিনি মুচলেকা দিয়েছেন। তিনি এ ধরনের কোনো কাজ বা ভিডিও আর করবেন না বলেও জানিয়েছেন। ’



আপনার মূল্যবান মতামত দিন: