শিকড়ের টানে গ্রামের বাড়িতে অরিজিৎ

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২২, ২৩:১২

সংগৃহীত

আরব সাগরের তীর থেকে ভাগীরথীর পারে এলে তাঁর অভ্যাস, ঢোলা পাজামা পরে দু’চাকায় সওয়ার হয়ে এলাকায় চরকি পাক খাওয়া। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ তাঁর জন্মস্থান। কিন্তু কর্মসূত্রে থাকতেই হয় মুম্বইয়ে। তবে জিয়াগঞ্জে ফিরলে সেখানকার পথেঘাটে শৈশবের ভাঙা সাইকেল নিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাঁকে। বলিউডের গায়ক সেই অরিজিৎ সিংহ এ বার আচমকা হাজির হলেন তাঁর ছোটবেলার স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে। স্কুলশিক্ষিকার পায়ের কাছে বসে শি‌শুসুলভ ভঙ্গিতে গল্প করেছেন গায়ক। শিক্ষিকাও আশীর্বাদ করেছেন অরিজিৎকে। সম্প্রতি নেটমাধ্যমে গায়ক ও তাঁর শিক্ষিকার এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন অরিজিৎ। তার পর এই প্রথম স্কুলে গেলেন তিনি। এর আগে অবশ্য বেশ কয়েক বার হঠাৎই রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরে হাজির হয়েছেন গায়ক।

কিন্তু সুনীতার সঙ্গে অনেক দিন পর দেখা হওয়ায় একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি, বলছেন অন্য শিক্ষকেরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, “অরিজিৎ সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম স্কুলে আসে। সকলে মিলে খুব ভাল ভাবে আলোচনা হয়েছে। স্কুলের কমিটি কী ভাবে তৈরি হয় এবং কী ভাবে কাজ করে, এ সব জেনে গিয়েছে ও।”

সূত্র: আনন্দবাজার।



আপনার মূল্যবান মতামত দিন: