টাকা দিয়ে ভোট কেনার কোনো প্রমাণ নেই: জায়েদ খান

সময় ট্রিবিউন | ৩০ জানুয়ারী ২০২২, ০৪:৩৯

জায়েদ খান। ছবি: ফাইল

তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ অভিযোগ তুলেছেন জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছেন।

ভোট কেনার অভিযোগ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এ বিষয়ে গতকালই বলেছি, আমার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার কোনো প্রমাণ নেই। কেউ এখন পর্যন্ত সেই প্রমাণ দেখাতে পারেননি। এগুলো সব ভিত্তিহীন মিথ্যা কথা। এমন কথার কোনো মূল্য নেই আমার কাছে। নির্বাচন ঘিরে অনেক কাঁদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা সত্যিই কাম্য ছিল না।’

পরপর তৃতীয়বারের এই জয়ের কারণ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘শিল্পীদের জন্য কাজ করলে অবশ্যই তারা আমাকে ভোট দেবেন, এটা একেবারেই সহজ বিষয়। সারাবছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি বলেই তারা ভোট দিয়েছেন। আমাকে নির্বাচিত করেছেন। দিন শেষে কাজ করা মানুষকেই শিল্পীরা পছন্দ করেন, নির্বাচিত করেন। শিল্পীরা ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান রায় দিয়েছেন।’

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এতো ভালো লাগা কেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, ‘আমি শিল্পীদের ভালোবাসি। দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছি। তাই কেন ভালো লাগবে না সেটা বলেন। শিল্পীদের জন্য কিছু করতে চাই। এখানে আমি দোষের কিছু দেখছি না।’

শিল্পী সমিতি নিয়ে নতুন প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, ‘যারা আমাকে তৃতীয়বারের মতো ভোট দিয়ে শিল্পীদের সেবা করার সুযোগ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। শিল্পীদের জন্য আমি কাজ করতে চাই। যে কাজগুলো করতে পারিনি সেগুলো করার ইচ্ছা আছে। তবে, সভাপতি হিসেবে মিশা ভাইকে ভীষণ মিস করব। ৪ বছর ধরে একসঙ্গে পথ চলেছি আমরা।’



আপনার মূল্যবান মতামত দিন: