চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজ গৃহবন্দি

সময় ট্রিবিউন | ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৫৩

ছবিঃ সংগৃহীত

ভারতের তৃণমূলের সংসদ সদস্য কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। আবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন। কাজের জন্য দম ফেলার সুযোগ নেই। কিন্তু এখন চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজ গৃহবন্দি। 

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি, ছেলে ইউভান ও মাকে নিয়ে থাকেন টালিপাড়ার এই পরিচালক। তবে পক্সের কারণে নিজের আবাসনে নয়, হালি শহরের বাড়িতেই থাকছেন। মঙ্গলবার হালি শহরের বাড়ি থেকে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে।

জানা গেছে, ৫-৬ দিন আগে পক্সে আক্রান্ত হোন রাজ। ধীরে ধীরে সুস্থ হয়েও উঠছেন পরিচালক। নতুন বছরের ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজের ছবি ‘ধর্মযুদ্ধ’। ‘পরিণীতা’র পর রাজ-শুভশ্রী জুটির এই ছবিটি নিয়ে বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছিল। গত এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তার মাঝেই কাঁটা হয়ে দাঁড়ায় করোনা। যার কারণেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ। তারপর শোনা যায় স্বাধীনতা দিবসের আগে হয়তো মুক্তি পেতে পারে ছবিটি।



আপনার মূল্যবান মতামত দিন: