সাশ্রয়ী খরচে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে কাজ করছে ডিজিটাল রাইড। কিন্তু করোনা মহামারির এ সময়ে সর্বাত্মক লকডাউনের কারণে সেবার কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে রাইড শেয়ার করা চালকরা।
ক্ষতিগ্রস্ত হয়েছে এ খাতের উদ্যোক্তারাও। নিষেধাজ্ঞায় বেকার হয়ে অনেক রাইডার পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। তাদের পাশে দাঁড়িয়েছে রাইড শেয়ারিং-এর তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল রাইড-এর সিইও মি. ফখরুল ইসলাম চৌধুরী। বেকার চালকদের জন্য রমজানের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সহায়তা দেন তিনি।
রোববার রাজধানীর মিরপুর-১০ নম্বরসংলগ্ন, সেনপাড়া ঈদগা মাঠে স্বাস্থ্যবিধি মেনে ডিজিটাল রাইডের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দুই শতাধিক কার, মোটরবাইক ও অ্যাম্বুলেন্স চালকের মাঝে এ সামগ্রী দেওয়া হয়। এভাবে তাদের পাশে দাঁড়ানোয় খুশি ফ্রিল্যান্সার চালকরা। জানান, ডিজিটাল রাইড ব্যবহার করে তারা বেশি লাভবান হচ্ছেন। ভবিষ্যতে এমন সহযোগিতা করবে ডিজিটাল রাইড আশা তাদের।
খাদ্যসামগ্রী বিতরণ করে ডিজিটাল রাইডের কর্ণধার মি. ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ব্যবসা মানে শুধু মুনাফা তুলে নেওয়া নয়, এটি সেবাদানকারী ও সেবা গ্রহণকারীদের একটি মেলবন্ধন। ডিজিটাল রাইডের সেবা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একুশের সেরা ভ্রমণ সুবিধা নিশ্চিত করব আমরা যোগ করেন ফখরুল ইসলাম।
আপনার মূল্যবান মতামত দিন: