নতুন করে আলোচনায় এসেছে পুরনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্টিভ-সি। অ্যাপলের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হুট করে জনপ্রিয় হয়েছে উঠেছে এবং সাম্প্রতিক সময়ের বিচারে তুলনামূলক ভালো অবস্থানে আছে।২০১১ ও ২০১২ সালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জনপ্রিয়তায় শীর্ষ অবস্থানে ছিল।
টিওবে প্রোগ্রামিং কমিউনিটি সম্প্রতি এক প্রতিবেদনে জনপ্রিয় শীর্ষ ৫০টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তালিকা প্রকাশ করেছে। তারা জানায়, অবজেক্টিভ-সির হঠাৎ উত্থান রীতিমতো আশ্চর্যজনক ও অপ্রত্যাশিত। এই ল্যাংগুয়েজ দিয়ে অ্যাপলের আইওএস ও ম্যাক ওএস প্লাটফর্মের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা হয়। সাত বছর আগে (২০১৪ সালে) অ্যাপল সুইফট যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে প্রথম নিয়ে আসে, এর অল্প কিছুদিনের মাথায় জনপ্রিয়তায় এটি শীর্ষ তিনের মধ্যে ছিল। কিন্তু এর পরেই জনপ্রিয়তা কমতে থাকে। কমতে কমতে অনেকটাই আলোচনার বাইরে চলে যায়।
কিন্তু এতো বছর পর হুট করেই আবার মন জয় করে নিলো অবজেক্টিভ-সি!এ মাসে হালনাগাদ করা জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলোর মধ্যে ১০-এ আছে– সি, জাভা, পাইথন, সি ++, সি #, ভিজ্যুয়াল বেসিক, জাভাস্ক্রিপ্ট, অ্যাসেম্বলি ভাষা, পিএইচপি এবং এসকিউএল।এর পরেই (শীর্ষ ২০-এ) আছে– ক্লাসিক ভিজ্যুয়াল বেসিক, ডেল্ফি / অবজেক্ট পাস্কাল, রুবি, গো, সুইফট, আর, গ্রোভি, পার্ল, ম্যাটল্যাব এবং ফোর্টরান।
আপনার মূল্যবান মতামত দিন: