নাইজেরিয়ায় টুইটার ব্যবহার নিষিদ্ধ

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ২৩:১৮

ফাইল ছবি

নাইজেরিয়াতে অনির্দিষ্টকালের জন্য টুইটার ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ‘টুইটার নাইজেরিয়ার করপোরেট অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলতে সক্ষম’-এমন কারণ দেখিয়ে গতকাল শুক্রবার (৪ জুন) এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। খবর: এনডিটিভি

এনডিটিভিr প্রতিবেদনে জানা যায়, দুইদিন আগে আইন ভঙ্গের অভিযোগ এনে নাইজরেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির অফিসিয়াল বার্তা মুছে ফেলে টুইটার। এরপর শুক্রবার দেশটির সরকার টুইটার নিদ্ধের ঘোষণা দেয়।

এক বিবৃতিতে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার নিষিদ্ধ করেছে।’



আপনার মূল্যবান মতামত দিন: