ইউটিউবের ইনকাম বাড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৮

ইউটিউবের ইনকাম বাড়ানোর উপায়

ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছেন কিন্তু ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব ও বাড়ছে না, ইনকাম তো দূরের কথা। আপনাকে নিয়মিত কিছু নিয়ম মানতে হবে এতে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে আবার আয়ও বাড়বে।

ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে চান, তাহলে আপনাকে নিয়মিত পোস্ট করা ভিডিওর কিছু বিশেষ পরিবর্তন আনতে হবে। যদি আপনার সাবস্ক্রাইবার একেবারেই না বাড়ে, তাহলে এমনও হতে পারে আপনি যে কন্টেন্ট পোস্ট করছেন তাতে কোনও নতুনত্ব নেই। এমন পরিস্থিতিতে, আপনাকে আপনার কনটেন্টে কিছু পরিবর্তন করতে হবে। কারণ এমন যদি একই বিষয়ে অনেকে ভিডিয়ো বানায়, তাহলে মানুষের মধ্যে জানার আগ্রহ কমে যায়। আপনি এমন কোনও ভিডিয়ো বানান, যা অন্যদের থেকে অনেকটাই আলাদা।

এই টিপসগুলি মেনে চলুনঃ

নিয়মিত ছোট ভিডিয়ো পোস্ট করুন।
প্রতিটি ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় করনতে হবে। মানুষ যাতে থাম্বনেইল দেখেই ভিডিয়োটিতে ঢোকে।
সর্বদা ভাল মানের কন্টেন্ট আপলোড করুন।
চ্যানেল অপ্টিমাইজ করুন।
যে ভিডিওই আপলোড করেন না কেন ধারাবাহিকতা বজায় রাখুন।


চ্যানেল প্রচার করুন। তার জন্য স্টোরি দিন। ভিডিয়ো আপলোডের সময় জানিয়ে রাখুন। আপলোডের পরে মানুষের থেকে ফিডব্যাক জানতে চান।

আপনার কন্টেন্ট শুধুমাত্র এইচডি কোয়ালিটিতে পোস্ট করার চেষ্টা করুন। কেউ খারাপ মানের ভিডিও দেখতে পছন্দ করে না। তার মানে আপনাকে এমন কন্টেন্ট রাখতে হবে, যা মানুষের পছন্দের। এগুলো মেনে চললেই আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে।


আপনার মূল্যবান মতামত দিন: