স্মার্টফোনের উৎপাদন কমাবে স্যামসাং

আইটি ডেস্ক | ১৬ জুন ২০২৩, ১১:১৮

ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এ বছর তাদের স্মার্টফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩১ কোটি থেকে কমিয়ে ২৮ কোটিতে নামিয়ে আনছে। ধারণা করা হচ্ছে, বৈশ্বিক অর্থনীতিতে মন্দার কারণে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সামস্যাংও তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে।

প্রযুক্তিবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ভার্জ’ জানায়, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে স্যামসাংয়ের ওপরেও। প্রযুক্তিখাতের অন্যান্য প্রতিষ্ঠানের মতো রাশিয়ায় নিজেদের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দামি ও সাশ্রয়ী মোবাইল ফোনের পাশাপাশি ব্যয়বহুল ‘ফ্ল্যাগশিপ’ ডিভাইসের উৎপাদনও কমাবে স্যামসাং।

এদিকে বাজারবিশ্লেষকরা ধারণা করছেন, মন্দার কারণে ব্যয়বহুল স্মার্টফোনের মালিকরা সম্ভবত তাদের ডিভাইসগুলো আরও দু-এক বছর হাতেই রাখবেন।

ভার্জ জানায়, স্মার্টফোনের বিক্রি স্থবির হয়ে আসার আশঙ্কা করছে আইফোন নির্মাতা অ্যাপলও। উল্লেখ্য, অ্যাপল ২০২১ সালে যত স্মার্টফোন উৎপাদন করেছিল, ২০২২ সালে তাদের উৎপাদন লক্ষ্যমাত্রাও একই রেখেছে। যদিও প্রতিবছরই তাদের লক্ষ্যমাত্রা বাড়ত।



আপনার মূল্যবান মতামত দিন: