শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার: বাপ্পারাজ

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ০২:১২

ছবিঃ সংগৃহীত

চলমান করোনাভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব থমকে গেছে। থমকে গেছে বাংলাদেশ। দেশের সকল সেক্টরের মানুষের মতো শোবিজ অঙ্গনের অনেকেও করোনার ভয়াল থাবা থেকে রেহাই পাচ্ছেন না। শঙ্কিত এই মৃত্যুর মিছিল নিয়ে আশেপাশের পরিচিতদের মৃত্যু ক্রমে পরিবেশকে ভীতিকর তুলছে। ঠিক এমনই সময়কে মৃত্যুকে খুব সহজভাবে চিন্তা করলেন বাপ্পারাজ।  

নিজের ফেসবুকে বাপ্পারাজ লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, গোচরে, অগোচরে। নীরবে। একেকটা খবর শুনি আর মনে হয়, এই বুঝি আমারও ডাক পড়ে গেল। মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতেই হবে, নেই এর বিকল্প। শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টা বাজার!

বাপ্পারাজ বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের ও রাজলক্ষ্ণীর দ্বিতীয় সন্তান। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ ছবি মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ।



আপনার মূল্যবান মতামত দিন: