চমস্কিকে লাইভে এনে তোপের মুখে তরুণ!

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ২১:৫৫

প্রখ্যাত দার্শনিক নোয়াম চমস্কি এবং বাংলাদেশি তরুণ মিরাজের ফেসবুক লাইভের একটি স্থিরচিত্র-ছবি সংগৃহীত

আধুনিক ভাষাতত্ত্বের জনক ও প্রখ্যাত দার্শনিক নোয়াম চমস্কি বাংলাদেশি এক তরুণের ফেসবুক লাইভে এসে বিব্রত হয়েছেন। চমস্কি একঘণ্টা ধরে অপেক্ষা করে ৫ মিনিট লাইভে থেকেই চলে গেছেন। শুধু তাই নয়, এই ফেসবুক লাইভ আলোচনা একটি পোশাকের দোকানের স্পন্সারে হয়েছে। ফেসবুক লাইভে সেই পোশাকের দোকানের নাম উল্লেখ করা হয়। বিষয়টিতে প্রচণ্ড খেপেছেন নেটিজেনরা।

মিরাজ রিপন নামের চট্টগ্রামের এক তরুণ নোয়াম চমস্কিকে রাজি করান ফেসবুক লাইভের জন্য।

জানা গেছে, বিভিন্ন সময় নানা ধরনের মেইল চালাচালির পর চমস্কিকে ফেসবুক লাইভের জন্য রাজি করানো হয়। জুন ২৩ তারিখ চমস্কি ফেসবুক লাইভের জন্য তারিখ দেন।

২৩ জুন ম্যাসাচুসেটস সময় রাত ৮টায় অনুষ্ঠান। কিন্তু ডে লাইট সেভিংস না বুঝে রিপন একঘণ্টা দেরি করেন। ওদিকে চমস্কি বসে আছেন। অধৈর্য হয়ে চমস্কি মেইল করেন, 'am waiting, Are we scheduled for now?'

প্রশ্নটা না বুঝেই সোশ্যাল মিডিয়ায় রিপন সবাইকে জানান ও ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার দিয়ে বলেন, 'চমস্কি ইন্টারভিউ এর জন্য অধীর আগ্রহে বসে আছেন!' এরপর একঘণ্টা পরে লাইভে সংযুক্ত হয়ে কয়েকটি প্রশ্ন করেন মিরাজ রিপন। চমস্কি তার প্রশ্নের উত্তর সেই অর্থে দিতে অপারগ। কেননা তার অন্যত্র শিডিউল দেওয়া রয়েছে। ৫ মিনিটেই ওই লাইভ শেষ হয়ে যায়।

বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ওই তরুণকে উদ্দেশ করে লেখেন, আপনি লিখেছেন যে 'নোয়াম চমস্কির আকস্মিক কিছু কর্মসূচির' কারণে আপনার অনুষ্ঠানে থাকতে পারেননি। এটি মিথ্যা। আপনি নির্বোধের মতো ও ক্ষমার অযোগ্য ভুল করেছেন এবং তার (চমস্কি) ওপর দোষ না চাপিয়ে আপনার তা স্বীকার করা উচিত। এটি খুবই অনৈতিক। তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে হচ্ছে জেনেও আপনি যেভাবে অনুষ্ঠান চালিয়েছেন তা অত্যন্ত অসম্মানজনক ও বিব্রতকর।

ফেসবুকে লাইভটি দেখে নেটিজেনরা মিরাজ রিপনের এহেন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে অনেকেই বলছেন, 'নোয়াম চমস্কির মতো বিশ্বখ্যাত একজন পণ্ডিতের মর্ম এই তরুণ বোঝে নাই। যদি বুঝতো তাহলে মোহর ফ্যাশনের স্পন্সর লাগাত না। এই ছেলে নোম চমস্কির নাম জানে তার খ্যাতির কিছু বিষয় হয়তো জানে কিন্তু তার লেভেলটা এখন পর্যন্ত অনুধাবন করতে পারেনি। এটা আমাদের দেশের জন্য অসম্মানজনক ঘটনা। '

ফেসবুক লাইভে তার শারীরিক ভাষা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। নেটিজেনরা বলছেন রিপন মিরাজ চমস্কি চমস্কি বলে যাচ্ছিলেন। তিনি হয়তো জানেন না পশ্চিমা সংস্কৃতি অনুযায়ী কারো নাম ধরে ডাকতে হলে তার পূর্বে, মিস, মিসেস বা মিস্টার যোগ করতে হয়। যেটি বিভিন্ন আন্তর্জাতিক পত্র-পত্রিকায় দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর