‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’

সময় ট্রিবিউন | ২৯ জানুয়ারী ২০২২, ০৫:৪৮

ছবি সংগৃহীত

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ ছাপানো একটি পোস্টার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

টিউশনি খুঁজতে এমন একটি পোস্টার লাগিয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আলমগীর কবির। একজন বেকারের চাকরির জন্য অসহায়ত্ব ফুটে উঠেছে এই পোস্টারে।

আলমগীর কবির তার পোস্টারে লিখেছেন, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

এ ছাড়া তিনি লিখেছেন, বগুড়ার জহুরুলনগরের আশেপাশে সকাল ও দুপুরে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত ব্যতীত সবকিছুই পড়াবেন। সেই পোস্টারে নিজের পেশা হিসেবে লিখেছেন ‘বেকার’। এতে তার নাম ও মোবাইল নাম্বার দেয়া আছে।

আলমগীর কবিরের সেই ভাইরাল হওয়া পোস্টারের ছবি নেটিজেনরা বিভিন্ন ক্যাপশন দিয়ে শেয়ার করছেন। আলমগীরের ভাইরাল হওয়া সেই পোস্টারে দেয়া ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: