ভাত বেশি খাওয়াতে চালের দাম বৃদ্ধি : কৃষিমন্ত্রী

সময় ট্রিবিউন | ৩০ অক্টোবর ২০২১, ১০:৩৬

ছবিঃ সংগৃহীত

ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম বৃদ্ধি নিয়ে কোনো কথা কোনোদিনই বলেননি। আমি মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। ভাত বেশি খাওয়া কিংবা চালের দাম নিয়ে কোনো কথা আমি কোনো দিনই বলিনি, আমি এ প্রসঙ্গই আনিনি।

শুক্রবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি আয়োজিত ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১ বাংলাদেশে প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হলো- পুষ্টিজাতীয় খাবার। এটি আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা পুষ্টিজাতীয় খাবার এবং সি ফুড মানুষকে দেব। এটাই এখন আমাদের চ্যালেঞ্জ। এটা করার জন্য কৃষিকে আরও আধুনিক করতে হবে। মানুষের পুষ্টির চাহিদা মেটানোর কথা বলেছি। একটি পত্রিকা নিউজ করেছে, মানুষ ভাত বেশি খায় এজন্য চালের দাম বেড়ে গেছে। এ ধরনের কথা আমি কোনো দিনই বলিনি। আমি এ প্রসঙ্গই আনিনি।  

 



আপনার মূল্যবান মতামত দিন: