-2021-10-25-16-51-09.jpg)
যদি আপনার মুখে অতিরিক্ত লোম বেড়ে যায়, তাহলে আপনার করনীয় কি? যে কোনও জিনিস তো ব্যবহার করা যায় না। ত্বকে দাগ-ছোপ পড়তে পারে। এ দিকে, মুখের লোম বাড়তে থাকলে নিজেকে দেখতেও ভাল লাগে না। ফলে এ নিয়ে সমস্যা চলতেই থাকে।
চলুন জেনে নেয় কিছু ঘরোয়া উপায়; যা নিয়মিত ব্যবহারে কমবে মুখে লোম হওয়ার সমস্যা।
কিছুটা ওট্স গুঁড়ো করে রাখুন। তার থেকে এক চা চামচ একটি বাটিতে নিন। তার মধ্যে দিন এক চা চামচ মধু আর ৬-৮ ফোঁটা লেবুর রস। সবটা ভাল ভাবে মিশিয়ে নিন। মুখের যে সব অংশে লোম বেশি ওঠে, সেখানে যত্ন করে স্ক্রাবটি লাগান। মিনিট পনেরো মুখে স্ক্রাব মেখে রেখে তার পর ধুয়ে ফেলুন।
সুফল পেতে হলে নিয়ম করে ব্যবহার করতে হবে এই স্ক্রাব। মুখ ধোয়ার পর হাতে অল্প নারকেল তেল মেখে নিন। তা হলে ত্বক কোমল থাকবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আপনার মূল্যবান মতামত দিন: