বাড়িতে বসেই আপনি পা সুন্দর রাখতে পারেন

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০২:৩৩

ছবিঃ সংগৃহীত

পায়ের যত্নে পেডিকিউর করাতে পার্লারে গিয়ে গুনতে হয় ৫০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার অব্ধি। তবে বাড়িতে বসেই আপনি পা সুন্দর রাখতে পারেন। তার জন্য আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হবে না। 

ঘরে বসেই পা সুন্দর করার টিপস তুলে ধরা হলো-

অ্যালোভেরা ও নারকেল তেল: প্রাকৃতিকভাবে পায়ের যত্নে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও নারকেল তেল। একটি বাটিতে এক টেবিল চামচ বিশুদ্ধ অ্যালোভেরা জেল নিন। তার সঙ্গে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে পেস্ট করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে পেস্টটি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনি সহজেই পেতে পারেন সুন্দর তুলতুলে নরম পা।

চিনি ও মধু: চিনি ও মধু দিয়েও পায়ের যত্ন নিতে পারেন। এর সঙ্গে অবশ্য আরও কিছু উপাদান লাগবে। ওটস পাউডারের সঙ্গে সমপরিমাণ চিনি মিশিয়ে নিন। তাতে মধু দিয়ে ফুড স্ক্রাব তৈরি করুন। দুই পায়ে পরিমাণমতো মেখে নিন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এ পদ্ধতি অনুসরণ করলে সুন্দর পা পাবেন ঘরে বসেই।


আপনার মূল্যবান মতামত দিন: