যেভাবে বুঝবেন কারা আপনাকে গোপনে হিংসা করে

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১০

সংগৃহীত

সাফল্যে কে না আনন্দিত হয়? মানুষ সে আনন্দ ভাগ করে নিতে চায় নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেই। কিন্তু জানেন কি, আপনার চারপাশে থাকা মুখোশধারী এমন অনেকেই আছেন, যারা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করেন। জীবনে ভাল থাকতে হলে তাদের এড়িয়ে চলা ছাড়া উপায় নেই।

কিন্তু কী ভাবে চিনবেন তাদের? দেখে নিন তাদের লক্ষণগুলি-

১। লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।

২। খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি চাটুবাক্য প্রকাশ করা মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বসবাস করে।

৩। কেউ যদি আপনার কোনও সাফল্যকে ছোট করে দেখে তাহলে বুঝবেন যে তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।

৪। সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান। এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসার জাল বুনে চলেছেন।

৫। খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনও গুজব রটাচ্ছে কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উৎসদাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনও গোপন ঈর্ষা থেকেই এই কাণ্ড ঘটাচ্ছেন।

৬। কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।



আপনার মূল্যবান মতামত দিন: