ঘর থেকে মাংসের গন্ধ দূর করবেন যেভাবে

মমিনুল হক রাকিব | ১১ জুলাই ২০২২, ২২:২৭

সংগৃহীত

কোরবানির পর প্রায় সবার ঘরেই কোরবানির মাংস পরিষ্কার, বিতরণ এবং সংরক্ষণ করা হয়। তাই ঘরে ছড়িয়ে পড়ে কাঁচা মাংসের গন্ধ।

কাজকর্ম শেষে ঘর পরিষ্কার করা হলেও প্রায়সময় সেই দূর্গন্ধ হয় দীর্ঘস্থায়ী। চলুন জেনে নেয়া যাক ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করার উপায়—

• ঘরের দরজা-জানালা সব খোলা রাখুন। এতে করে বাতাস চলাচলের মাধ্যমে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে।

• এয়ার ফ্রেশনার বা সেন্টেড ক্যান্ডেল ব্যবহার করুন।

• মাংস সংরক্ষণ এর সময় অনেকসময় ফ্রিজ খুলতে গিয়ে ময়লা হাতেই ফ্রিজ এর হাতল ধরা হয়। এর কারণেও ঘরে কাঁচা মাংসের গন্ধ হতে পারে। তাই হাত ভালো করে ধুয়ে তারপর কাজ করুন। ফ্রিযের মধ্যে এক দুই টুকরো লেবু কেটে রাখতে পারেন। 

• গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে হাড়ি-পাতিল দ্রুত পরিষ্কার করুন।

• হালকা গরম পানিতে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। 

• বেকিং সোডা বা সাদা ভিনেগারও ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করতে সক্ষম। 

• পানিতে ডেটল অথবা স্যাভলন মিশিয়ে ঘর পরিষ্কার করুন। গন্ধ দূর হওয়ার পাশাপাশি ঘর হবে জীবাণুমুক্ত।



আপনার মূল্যবান মতামত দিন: