বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সর্বশেষ সংস্করণের (পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণের চতুর্থ পুনর্মুদ্রণ ডিসেম্বর ২০১৮) ১৮১ পৃষ্ঠায় বলা হয়েছে, ইদ আরবি উৎসের শব্দ। অর্থ: ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব (ইদুল ফিতর বা ইদুল আজহা); খুশি, উৎসব।
ঈদ-এর সংগততর ও অপ্রচলিত বানান। একই অভিধানের ১৯৭ পৃষ্ঠায় লেখা হয়েছে, ঈদ হলো ইদ-এর প্রচলিত ও অসংগত বানান। ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ পুস্তিকার ২.১ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি ও মিশ্র শব্দে কেবল ই, উ এবং এদের কার-চিহ্ন ব্যবহৃত হবে।’
আলোচ্য অভিধানটির মুখবন্ধে বলা হয়েছে, ‘এই অভিধানে ২০১২ সালে প্রকাশিত ‘বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম অনুসরণ করা হয়ছে।’ এতৎসত্ত্বেও, বাংলা একাডেমির মহাপরিচালক ২০২২ খ্রিষ্টাব্দের
৩ মে অনুষ্ঠিত ইদের শুভেচ্ছায় অসংগত ‘ঈদ’ বানান লিখেছেন। সংগত বানান বাদ দিয়ে অসংগত বানানে শুভেচ্ছা-জ্ঞাপনও অসংগত।]
আপনার মূল্যবান মতামত দিন: