ওয়ান টাকা আর্টিস্ট আরিফিন শুভ

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ২১:০৩

ছবি : ইন্টারনেট

বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু বায়োপিকে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। পাঠক ও দর্শক মনে প্রশ্ন জাগতে পারে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শুভ? উত্তর শুনলে একটু চমকে যাবেন! এই সিনেমায় অভিনয় করতে শুভ পারিশ্রমিক নিচ্ছেন মাত্র এক টাকা।

বুধবার (৯ জুন) সেই পারিশ্রমিকের ব্যাংক চেক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শুভ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না।”

২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুতে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পান আরিফিন শুভ। তার আগে পাঁচ দফা অডিশন হয়। দুইবার ভারতে, তিনবার বাংলাদেশে।আনুষ্ঠানিকভাবে তাঁকে চূড়ান্ত করার দিন শুভর কাছে জানতে চাওয়া হয়, কোনো শর্ত আছে? তখন বললাম- শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’ কেনো? জবাব শুনে তাঁরা মুগ্ধ। পরিচালক শ্যাম বেনেগালের কাছে তাঁর উপাধিই হয়ে গেল ‘ওয়ান টাকা আর্টিস্ট’। শুভ মনে করেন, এটা তাঁর জীবনের অন্য রকম এক স্বীকৃতি।

অরিফিন শুভ গণমাধ্যমকে বলেন, ‘শুনেছি, বঙ্গবন্ধু তাঁর জীবনের ১১ বছর ৪ মাস ২২ দিন কারাগারে কাটিয়েছেন। এই মানুষটার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য স্যাক্রিফাইস। জীবদ্দশায় মানুষ ও দেশের জন্য কেবল ত্যাগই করে গেছেন। বঙ্গবন্ধুর সাহস ও স্যাক্রিফাইসের কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। মনে হয়েছে, এই সামান্য স্যাক্রিফাইসের মাধ্যমে তাঁর চরিত্রের গভীরতা কিছুটা হলেও উপলব্ধি করতে পারব। সেই ভাবনা থেকেই পরিচালককে বলেছিলাম, প্রাপ্য যাই হোক না কেনো, আমি নেব না। এটাও বলেছিলাম, যেহেতু আমার রক্ত, ঘাম সবই এই সিনেমায় থাকবে, পরিশ্রম করবো ফ্রি কাজ করবো না। আমি এক টাকা নেব, নিয়েছি। তাঁরা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’


আপনার মূল্যবান মতামত দিন: