র্যাব পরিচয়ে টিকটক ব্যবহার করে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে আব্দুর রাকিবকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের কথা জানায় র্যাব।
এসময় তার কাছ থেকে র্যাবের ইউনিফর্ম, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আইনশৃঙ্খলারক্ষী বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণার কথা স্বীকার করে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: