পৌনে ৩ লাখ সৌদি রিয়ালসহ দুবাইগামী ২ যাত্রী আটক

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ০৯:১০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭ দশমিক ৭৫ দিরহামসহ দুবাইগামী ২ যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) গোয়েন্দা দল।

বুধবার দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

তিনি জানান, আটককৃত এস এম আরিফ আহমেদ ও মো. আসলাম উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বিজি ০৪৭ এর যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, তথ্যের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ২ জন ৫০ হাজার করে মোট ১ লাখ সৌদি রিয়াল বহনের কথা স্বীকার করে।

পরে গোয়েন্দা দল তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে বাংলাদেশী টাকার ৬৩ লাখ ৫৮ হাজার ৪৮৫ টাকা সমমূল্যের ২ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ৬৯৭ দশমিক ৭৫ দিরহাম জব্দ করে।

এই ২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান।



আপনার মূল্যবান মতামত দিন: