ফেনীতে মন্দিরে হামলা-ভাঙচুর ও এক পুরোহিতকে মারধরের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর ঘটনায় ৬ জনকে রিমান্ডে দিয়েছেন আদালত।
সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন।
এসব ঘটনায় পুলিশের করা ১টি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন-ফেনী পৌরসভার মাস্টারপাড়ার আবদুল মান্নান (৪৬), ফেনী সদর উপজেলার পূর্ব মোটবী গ্রামের এনামুল হক রাকিব (২০) ও ঝালকাঠি জেলার নলছিটির মো. মিরাজ (৩৩), কিশোরগঞ্জের হোসেনপুর থানার ফয়সল আহম্মেদ আল আমিন (১৯), ফেনীর পরশুরাম উপজেলার আবদুস সামাদ জুনায়েদ (১৯) ও ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব (২২)।
এসআই এমরান জানান, পুলিশ ও র্যাবের করা ৩ মামলায় গ্রেপ্তার ৬ জনকে গত ১৭ অক্টোবর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তখন আদালতে শুনানি হয়নি। আজ সোমবার শুনানি শেষে পুলিশের ২ মামলায় ৫ জনকে ২ দিন করে এবং র্যাবের আইসিটি মামলায় ১ জনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আপনার মূল্যবান মতামত দিন: