নরসিংদীতে র‍্যাবের অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১০ অক্টোবর ২০২১, ০৭:০৬

র‍্যাবের হাতে গ্রেপ্তার আসামী মিঠু-ছবি: সময় ট্রিবিউন

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিস্ফোরক দ্রব্য মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।   

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নরসিংদী র‍্যাব-১১ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রায়পুরা উপজেলার মির্জারচর এলাকা থেকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামি রায়পুরা উপজেলার বাহেরচর এলাকার মানেম মিয়ার ছেলে মিঠু (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠু বিশেষ ট্রাইবুনাল ৬৬/১৮, নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং ২০(৩)১৮ বিস্ফোরক দ্রব্য উৎপাদনকারী আইনের ৩ ধারায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলো। নরসিংদী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌহিদুল মবিন খানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় র‍্যাবের গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মিঠুকে গ্রেপ্তার করা হয়। পরে আসামীকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: