৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই শিক্ষক আটক, মামলার প্রস্তুতি

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৬:২৮

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু-ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আটক করেছে পুলিশ।

উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।

ওসি বলেন, আটক শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটক শিক্ষক মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, তারা বুধবার ক্লাসে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জনকে দাঁড় করিয়ে শ্রেণি কক্ষের সামনের বারান্দায় আসতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে একটি কাঁচি এনে একে একে সবার মাথার টুপি সরিয়ে সামনের অংশের এলোমেলো চুল কেটে দেন। পরে তারা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।

এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ছাত্রকে কান্না করতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: