ভাসানচর থেকে পালাতে গিয়ে ৪৫ রোহিঙ্গা আটক

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৬:০৯

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ৪৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা।

ভাসানচর থানার উপপরিদর্শক বিমল দাস জানান, মঙ্গলবার বিকেলে হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু। আজ বিকেল সাড়ে ৫টার দিকে তাদের ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানাতে পারেনি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভাসানচর থানা সূত্র জানায়, সোমবার রাতে ১৫ জন শিশুসহ ৪৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে স্বর্ণদ্বীপ এলাকায় দালাল ও নৌকার মাঝি তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে স্বর্ণদ্বীপের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। খবর পয়ে কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা স্বর্ণদ্বীপ থেকে তাদের উদ্ধার করে।

এপিবিএন ভাসানচর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল লতিফ বলেন, আটক রোহিঙ্গাদের প্রথমে ভাসানচর থানায় হস্তান্তর করা হবে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ ক্লাস্টারে ফিরিয়ে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: