রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার ১

সময় ট্রিবিউন | ২ অক্টোবর ২০২১, ০৫:৫৩

গ্রেপ্তার-প্রতীকী ছবি

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. সেলিম উল্লাহ (২৭)। শুক্রবার সকাল ১১টার দিকে উখিয়ার কুতপালং সংলগ্ন লাম্বাশিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে মুহিব উল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১২৬।

 


আপনার মূল্যবান মতামত দিন: