ভাসানচর থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা আটক

সময় ট্রিবিউন | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮

আটক-প্রতীকী ছবি

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ড।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণের বনে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়। তারা ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের বাসিন্দা।

তিনি জানান, আটকদের থানা পুলিশের সহায়তায় দুপুর ৩টার টার দিকে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, রোববার রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালান তারা।



আপনার মূল্যবান মতামত দিন: