ভারতে পালানোর সময় ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২

ধর্ষণ ও হত্যা মামলার আসামি পার্থ মন্ডলকে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্ত থেকে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি পার্থ মন্ডল (২৪) কে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দেবহাটা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামি পার্থকে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের কাছে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি পার্থ মন্ডল।

পুলিশ জানায়, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট টিউশনি নিতে যাওয়ার পথে নিখোঁজ হয় দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী। শুক্রবার সকালে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পুকুরের পাশ থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা দেবহাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পার্থ মন্ডলের নাম উল্লেখ করে মামলা করেন। তারপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পার্থ মন্ডল টিকেট গ্রামের শিবপদ মন্ডলের ছেলে।

 



আপনার মূল্যবান মতামত দিন: