ময়মনসিংহে পুলিশ সদস্যের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩১

পুলিশের কনস্টেবল সাদ্দাম -ছবি: সংগৃহীত

ময়মনসিংহে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন।

এ ঘটনায় বাদীর জবানবন্দী শেষে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদ্দাম হোসেন নামের ওই কনস্টেবল বর্তমানে ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত। তার গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামে। বর্তমানে ওই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রয়েছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে গত ২ জুলাই আবারও তাকে ধর্ষণ করে। এদিকে ওই যুবতী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন তা এড়িয়ে যায়।

ওই পুলিশ কনস্টেবল বিয়ে নিয়ে টালবাহানা করায় ওই যুবতী তার পরিবারকে সবকিছু খুলে বলে এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয় এবং আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলাটি ব্যক্তিগত সম্পর্কের আলোকে হলেও যেহেতু পুলিশ বাহিনীর ভাবমূর্তি জড়িত তাই সাদ্দাম কোনো ছাড় পাবে না।


আপনার মূল্যবান মতামত দিন: