সংঘবদ্ধ চোর চক্রের ৬ নারী সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩২

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীতে ইসলামী ব্যাংকের শাখা থেকে গ্রাহকদের টাকা চুরির দায়ে ৬ নারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী ব্যাংকের প্রধান শাখা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একটি সংঘবদ্ধ চোর চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে চালান দেওয়া হয়েছে।

গ্রেফতাররা হলেন পাংশার বাবুল শেখের স্ত্রী শান্তা বেগম (৩২), আনিছ মোল্লার স্ত্রী আদুরি বেগম (১৯), চুয়াডাঙ্গার কালুমিয়ার স্ত্রী সাফুরা বেগম (৫০), নাটোর সদরের নজমুল শেখের স্ত্রী খাদিজা বেগম (২০), একই এলাকার ইউনুস মোল্লার স্ত্রী নাসিমা বেগম (৪৫) এবং ঝিনাইদহের মন্টু মোল্লার স্ত্রী সুমি বেগম (২০)।

থানার এজাহার সূত্রে জানা যায়, ২৯ আগস্ট কালুখালী উপজেলার গোয়ালপাড়া গ্রামের নাজমুল হাসনের স্ত্রী হেলেনা পারভীন ব্যাংকে টাকা রাখতে আসলে সংঘবদ্ধ চোর চক্রের খপ্পরে পড়ে তার ৫০ হাজার টাকা চুরি হয়।

ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) ফারুক হোসেন বলেন, টাকা চুরি হওয়ার পর থেকেই আমারা প্রতিদিন সিসিটিভিতে ব্যাংকে আসা ব্যক্তিদের গতিবিধি লক্ষ করতাম। আজ সকালে ৬ নারীকে সন্দেহজনক মনে হলে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেই।



আপনার মূল্যবান মতামত দিন: