ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৯

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মোতালেব হোসেন (৫০) নামে এক ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ শাসনেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফজল হক (৩২) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, নিহত মোতালেবের সঙ্গে পার্শ্ববর্তী ইসমাইল গংয়ের কিছুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনের কার্যালয়ে কয়েকবার সালিশ হয়েছে। সর্বশেষ মঙ্গলবার রাতে এশার নামাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিপক্ষ ইসমাইলের নেতৃত্বে ফজল হকসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে এমবিএফ ইটভাটার মালিক মোতালেবকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজল হক নামে একজনকে পুলিশে সোপর্দ করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: