বিশ্বজিৎ হত্যা: যাবজ্জীবনপ্রাপ্ত ইমরান গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ২৩:০৫

ইমরান হোসাইন-ফাইল ছবি

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেন ওরফে ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের চরবিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান সদরপুর উপজেলার চরচাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে।

ফরিদপুর সদরপুর থানার ওসি সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় মামলায় ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন দেয়৷

২০১৭ সালের ৬ অগাস্ট উচ্চ আদালতের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেবের বেঞ্চ দুইজনের মৃত্যুদণ্ড বহাল, ১৫ জনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দেয়৷ ইমরান যাবজ্জীবনপ্রাপ্তদের একজন।

ওসি সুব্রত বলেন, ইমরান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার বিকেলে আদালতে হাজির করা হবে।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: