মন্ত্রী-এমপিদের বাণী নিজের নামে চালাতেন দর্জি মনির

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ২১:২৫

ডিবির হাতে আটক প্রতারক দর্জি মনির-ছবি সংগৃহীত

মনির খান ওরফে দর্জি মনির। ব্ল্যাকমেইলের ফাঁদ হিসেবে তিনি গড়ে তুলেছিলেন ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে একটি ভুঁইফোঁড় সংগঠন। হয়েছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। নিপুণ হাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া কাজে লাগিয়েছেন পরতে পরতে। তবে তা কোনো ভালো কাজে নয়, শুধু মাত্র প্রতারণার কাজে। মনিরের ফেসবুক ঘাঁটলেই নজরে পড়বে প্রতারণায় সিদ্ধহস্ত এই দর্জি মনিরের ছবির রাজনীতি। প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে তার ওঠাবসার ছবি! কোনো ছবিতে একান্তে কথা বলছেন সরকারের সিনিয়র কোনো মন্ত্রীর সঙ্গে, কোনোটাতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছাকাছি বসে আছেন। কিন্তু সবই ভুয়া। প্রতিটি ছবিই তার নিপুণ হাতে ফটোশপের কারসাজিতে করা; যা খালি চোখে দেখে বোঝার উপায় নেই।

এসবের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে গত রবিবার রাতে তাকে আটক করে ডিবি পুলিশ। ‘আওয়ামী চাকরীজীবী লীগ’ নামে ভুঁইফোড় সংগঠন খুলে সমালোচিত হওয়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা-সমালোচনা শেষ না হতেই আলোচনায় আসেন দর্জি মনির।

দর্জি মনিরকে জিজ্ঞাসাবাদ করছে ডিবির এমন একটি সূত্র জানিয়েছেন, দর্জি মনিরের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।

সূত্রটি জানায়, বিশেষ বিশেষ দিনে নিজেই মন্ত্রী-এমপিদের বাণী লিখে তাতে জাল স্বাক্ষর দিয়ে প্রচার করে বেড়াতেন।

জমির দালালি থেকে তদবির বাণিজ্য করে অঢেল সম্পত্তি করেছেন এই প্রতারক। কিন্তু শেষ রক্ষা হয়নি দর্জি মনিরের।

ডিবি সূত্রে জানা যায়, দর্জি মনির বিয়ে করেছেন তিনটি। এর মধ্যে একটি বৌ থাকে কামরাঙ্গীচরে। তাঁর কোনো খোঁজ-খবর নেই। চার ছেলে-মেয়ে। তিনি একজন বয়স্ক নার্সকেও বিয়ে করেছেন। বিয়ে করার পরে নার্সের কাছ থেকে টাকা নিয়ে একটি মুজিব কোট, একটি সুন্দর পায়জামা ও আরেকটা নৌকার চেইন বানিয়েছেন। এটা নিয়ে ঘোরেন। এই হলো দর্জি মনিরের পরিচয়।

পুলিশ সূত্র ও মনির খানের ফেসবুক ঘেঁটে দেখা যায়, ১০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তার। প্রোফাইল ছবিতে মুজিব কোট ও চাদর পরা একটি ছবি রেখেছেন মনির। বুকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা এবং সেই নৌকায় বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত একটি ব্যাচ রয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। এ ছাড়া বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গেও তার ওঠা-বসার ছবি দেখা যায় ফেসবুকে।

ডিবি পুলিশ সূত্র জানায়, অসৎ উদ্দেশ্যে এডিট করে এসব ছবি ব্যবহার করতেন দর্জি মনির। জমির দালালি ও তদবির বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক তিনি। ভুঁইফোঁড় সংগঠন খুলে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সদস্য সংগ্রহের নামে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করে এলেও তিনি ‘দর্জি মনির’ নামেই সবার কাছে পরিচিত। ফটোশপ কারসাজিতে এমন পারদর্শী আগে কখনো দেখেননি তদন্ত সংশ্লিষ্টরা। এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে গিয়ে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করতেন মনির।

ফেসবুক আইডিতে মনির খানের পরিচয় অংশে লেখা আছে, ২০১৩ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে সহসম্পাদক ছিলেন। পরে আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হন। এ ছাড়া তিনি কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। এর মধ্যে রয়েছে বাংলার রূপসী গার্মেন্ট লিমিটেড, যার ব্যবস্থাপনা পরিচালক তিনি। ‘বাংলাদেশ সময় প্রতিদিন’ নামে একটি পত্রিকার প্রধান উপদেষ্টাও মনির। ফেসবুকের কাভার ফটোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার একটি ছবি। প্রধানমন্ত্রীর সঙ্গে আরও কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন তিনি। তবে ভালো করে খেয়াল করলে বোঝা যায়, খুব সূক্ষ্মভাবে সম্পাদনার মধ্যমে শীর্ষস্থানীয় নেতাদের ছবির জায়গায় নিজের ছবি বসিয়ে সেগুলো প্রচার করছেন মনির খান। তিনি ভুঁইফোঁড় সংগঠনটি খুলে বিএনপি-জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল-ছাত্রশিবিরের অনেক নেতাকেও টাকার বিনিময়ে পদ দিয়েছেন। প্রতারণার মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে যাওয়া মনির কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতেও জোর চেষ্টায় ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: