গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ০১:০৫

গ্রেপ্তার-প্রতীকী ছবি

চট্টগ্রামে গোপন বৈঠককালে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁদগা’র আদুরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁদগা থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। গতকাল রাতে আদুরপাড়া থেকে জামায়াতে ইসলাম চাঁদগা (উত্তর) ইউনিটের আমির হাসান মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, সহকারী সম্পাদক (বায়তুল মাল) মো. এস্কান্দরসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল চলমান লকডাউনে নগরীতে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক হবে। সেই তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান পরিচালনা করা হয়। ১৯ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: